Posts

গল্প

এক্স বেস্টফ্রেন্ড

June 12, 2024

প্রিয়াংকা প্রিয়া

139
View

(অভ্র আর নিলু  দুজন স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। ওদের দুজনের যেন একটাই প্রাণ। খুনসুটি,  মারামারি এবং একে অপরকে জ্বালানো ওদের নিত্য দিনের কাজ।হনহন করে এসে কলেজ ক্যাম্পাসের সিঁড়িতে ধপাস করে ব্যাগ ফেলে পা ভাজ করে বসে পড়ল নিলু,  ওর পাশে ওর ক্লাসম্যাট হিয়া।  আজ আবার নিলু রেগেমেগে একাকার।  আচ্ছা বরং জেনেই নেয়া যাক কি হলো?)


নিলুঃ ওর সাথে আর কখনোই কথা বলবো না।
ডাকাত,বান্দর, শয়তানের হাফেজ পাশ করা কারো সাথে যোগাযোগ করাই উচিত নয়। আজ থেকে সব শেষ। ব্রেকআপ।

আমার  bestu  হয়ে যখন অন্যদের সাথে রং ঢং করে কথা বলে তাইলে ও আমার কিসের bestu বল্ হিয়া?  হিয়া শোন ওরে যেখানে পাবি একটা থাপ্পড় মারবি আর বলবি নিলু তোর সাথে ব্রেকআপ করছে। না,  থাক থাপ্পড় দেওয়ার দরকার নাই,  ব্যথা পাবে।
আজ থেকে ও আমার এক্স বেস্ট ফ্রেন্ড।

হিয়াঃ কি হইছে তা তো বল?

নিলুঃ তোরে বলবো কেনো? তুই আমার best friend নাকি?

হিয়াঃ তোরা পারিসও( হিয়া উঠে চলে যায়, গালে হাত দিয়ে বসে থাকে নিলু)


২ দিন পর,

নিলুঃ হিয়া অভ্রর  সাথে দেখা হইছে। বান্দরটায় আমারে দেখে হাসছে😡, যা এই চিঠিটা ওরে দিবি।
হিয়াঃ কি লিখছিস?
নিলুঃ  লিখছি- তুই আমারে দেইখা হাসলি কেন, next time হাসলে একদম ৩২ টা দাঁত ফালায় দিব। এক্স,  এক্স এর মতো থাকবি।
হিয়া; ওর তো ৩২ টা দাঁত ই নাই।( একটু হেসে)
আর তোদের পিয়ন গিরি করতে পারতাম না। দুই দিন পর পর তোদের ব্রেকআপ হয়

নিলুঃ প্লিজ যা না বেবি। by the way ও প্রেমে টেমে পরে নি তো?
হিয়াঃ প্রেমে পরলে তোর কি? তুই কি ওর gf নাকি।
নিলুঃ নাহ্।  ( একটু অন্যমনস্ক হয়ে)। আচ্ছা থাক ,  তোকে চিঠি দিতে হবে না। 
( নিলু বাসার দিকে যায়)


( এই দিকে হিয়া অভ্রকে বলে boss কাজ হইসে maybe। মনে হয় নিলু তোকে ভালোবাসে)

অভ্রঃ really!!  আমি ওকে কিছুতেই বলতে পারছিলাম না। যদি আমাদের Friendship নষ্ট হয় সেই ভয়ে। thanks হিয়া।
হিয়াঃ তাড়াহুড়ো না করে আর কয়েকদিন দেখ কি হয়।
অভ্রঃ হুম

(এদিকে নিলু একলা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে আছে। ওর মনে হচ্ছে কি যেনো হারিয়ে যাচ্ছে।  হালকা মিউজিকের গান বাজছে তখন।  ওর মনে হলো কলিং বেল বেজেছে তাই দৌড়ে দরজার সামনে গেলো কিন্তু অভ্র নেই ৷ আবার কলিং বেল।  এবার আর ও গেলো না )
হিয়াঃ কি রে তোর তো কোনো খবরই নাই।     জলদি আয় কলেজে তোর জন্য একটা সারপ্রাইজ আছে।
নিলুঃ (মন খারাপ নিয়ে)  কি সারপ্রাইজ? 
হিয়াঃ আরে এসেই দেখ।


(কলেজ ক্যাম্পাসে অভ্র হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে ওর বন্ধু সিয়াম। নিলু অভ্রর সামনে গেলো)
সিয়ামঃ (সিয়াম আস্তে করে বললো)শালা বল এখন।
অভ্রঃ আজকে থেকে তুই আমার এক্স বেস্ট ফ্রেন্ড ( দু হাতের সামনে ফুল এবং অতি দ্রুত এই কথাটি বলল অভ্র)
নিলুঃ I love u too
অভ্রঃ আরে আমি তো তোরে I love u বলি নাই।  
নিলুঃ তো কি হইছে,  আমি তো তোর ex best friend।  love না করলে ফুল দিলি কেন?
অভ্রঃ যা ভাগ.......( continued) 
( ওরা হাটতে হাটতে সিয়াম আর হিয়াকে পিছনে ফেলে যায়, আর হিয়া কপালে হাত দিয়ে বলেঃ হায়রে ওরা প্রেম করবে, না মারামারি?)
 

( বেস্ট ফ্রেন্ড যখন এক্স)

Comments

    Please login to post comment. Login