Posts

গল্প

অনিশ্চিত (Premium)

June 12, 2024

সাদিয়া হোসেন প্রীতিলা

0
sold
নীলক্ষেতের এই জায়গাটায় প্রায় সময় ই জ্যাম থাকে। জ্যামে বসে কেউ কষে গালাগাল দেয় সরকারকে আর কেউ থামাতে চায়। কিছু রিকশার মামা অপেক্ষা করে কবে জ্যাম ছাড়বে, যাত্রী নিয়ে দিবে ছুট। আর কিছু রিকশার মামার দারুন এনার্জি তারা নিজেদের মধ্যে ঝগড়া জুড়ে দেয়। এই পরিস্থিতি একমাত্র আমাদের ঢাকাতেই দেখা যায় হয়তো। আমি অলস প্রাণী, তাই উপভোগ করার চেষ্টা করছি। আজ বিরাট বড় জ্যাম, হাতে ফুলকলি থেকে কেনা মিষ্টির প্যাকেট। এতদিনে একটা চাকরি জোগাড় করতে পারলাম! ক্লাস শেষ করে টিউশনে ছুট লাগাতাম, সেখান থেকে আসতে আসতে রাত ১০ টা! ছোট বোন আগলে ধরে জিজ্ঞেস করতো তার জন্য কি আনা হয়েছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login