Posts

চিন্তা

ডায়েরি জুন ১২, ২০২৪

June 12, 2024

একজন মোটা কালো মেয়ে

154
View

আশিক ভাই সেই কবে বলছিলো এইখানে রেজিস্ট্রেশন করতে, করবো করবো করে করা হয়নাই। এই ৫-১০ মিনিট আগে উনার ফেসবুক পোস্ট দেখলাম, তাই মনে হলো যাই একটু রেজিস্টার করেই আসি। 

নিজের নাম লিখে মনে হলো না নিজের নাম দিবো না, কারন আমার প্লান হলো এইখানে আমি যদি ১০০ দিনের মধ্যে ১ দিন ও কিছু লিখি সেইটা হবে আমার ডায়েরি। যা আমি কাওকে বলতে পারি না, বা বলতে চাই কিন্তু কেও নাই শুনার। তাই আরকি এই নাম দেওয়া। 

আম্মা আইসা মাত্র চিল্লায় গেলো। আর এখন লিখতে ইচ্ছা করতেছে না। কি কি যেন ভাবলাম ও লিখবো। ভুলে গেছি। 

Comments

    Please login to post comment. Login