মানুষ বলে কর্ম বড় জন্ম কিছু নয়
মিথ্যে এসব মিথ্যে কথা
জন্ম তোমার ভাগ্য লিখে
সত্যি যা তা বরাবরই সবচেয়ে কঠিন হয
জন্মগুণে কেউবা রাজা কেউবা হয় মুচি
জন্মগুণেই কেউবা শুদ্ধ কেউবা অশুচি
কর্ম সেতো নয়তো বড়, হয়না পরিচয়
বাস্তবতায় জন্ম বড়, কর্ম কিছু নয়
জন্ম যেথা কর্ম সেথা ধরে নানা রুপ
কেউবা করে কর্মগুণে বাহাদুরি খুব
কর্ম গেলেই নিঃস্ব সে হারিয়ে পরিচয়
জন্মগুণে যা মেলে তা হারিয়ে যাওয়ার নয়
ভাগ্য নাকি কর্মদোষে দূর্ভাগ্য হয়
জন্ম থেকেই ভাগ্যবানের কর্ম কোথা রয়?
কর্ম দিয়েও পায়না যারা সৌভাগ্যের দেখা
তখন মানে জন্ম বড়, হাতের ভাগ্যরেখা
কেউবা বলে পাল্টে জীবন যখন সময় হয়
হয়তো কিছুটা সত্যি তবে পুরোপুরি নয়
সময়ের বদলে যদি ফকির হতো রাজা
তবে রাজ্য জয়ে যুদ্ধে লড়ে রাজা হতো প্রজা
কিন্তু বাস্তবতায় রাজপুত্রই পরের রাজা হয়
সময়ের বদল সেখানে কোনো কাজের নয়
তাই আমি বলি কর্ম নয়, জন্ম সবচেয়ে বড়
অঢেল থাকলে আয়েশ কর, অভাব থাকলে মর
পরিশ্রমেও জীবন হয়তো কিছুটা বদল হয়
তবে জন্ম গুণের তুলনায় তা সামান্যই রয়