পোস্টস

কবিতা

কবির দায়

১৩ জুন ২০২৪

আবদুল্লা আল মামুন (রিয়েল আবদুল্লাহ)

মূল লেখক রিয়েল আবদুল্লাহ

আকাশের গিলাফ খুলে নেমে আসেন কবি,

সমূদ্র হাতে দাঁড়ায়ে দন্ডিত পুরুষ 

সমূখে নতুন উন্মুক্ত  গিলাফ।

 

 

কবি আপনি কি কবিতা লেখবেন?

সমূদ্রের প্রথম পঙক্তি তো খোলাই আছে

ত্রিসীমানায় ভিড়েনি ভোরের দোয়েল।

 

 

আজ না হয় কাল দন্ডায়মান দন্ডিতজন 

যদি নিমগ্ন হয় সমূদ্র গহীনে

ভালোবাসার চোরাকাঁটা পায়ে বিঁধিয়ে

রক্তাক্ত দাঁড়িয়ে থাকে—কবি! 

আপনি কি সমূদ্র না তাকে নিয়ে লেখবেন?


 

আপনাকে লেখতে হবে আসমূদ্র হিমাচল,

আপনার কোন ক্লান্তি আসলে চলবে না

আপনার কলম থেমে গেলে

দন্ডিত পুরুষের ফাঁসি নিশ্চিত

ভালোবাসার মৃত্যু নিশ্চিত

জগতে কেউ কখনোই ভালোবাসার মূল্য দেয় না

একমাত্র কবি ছাড়া।


 

কবিকে তাই ছেড়ে দেবে না বিশ্বসংসার,

নির্ঘাৎ অন্তত একটি কবিতা না পেলে

আকাশ মাটি সরোবর এক করে হবে আত্মঘাতী। 


 

কবিকে জিততে হবে

কবিকে লেখতে হবে

অন্তত প্রেমকে অমরত্ব এনে দিতে

কবি লেখবে অনিদৃষ্টকাল।