পোস্টস

কবিতা

ভালোবাসার কবিতা; নারী সিরিজ (১ - ১০ )

১৩ জুন ২০২৪

পার্থসারথি

পার্থসারথি-এর ভালোবাসার ১০টি কবিতা 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)-১*

   •পার্থসারথি

পলাশে রেখেছি মন

হৃদয় রেখেছি আকাশে

একবার হাতটি ছুঁয়ে দেখো

ছুঁয়ে দেখো মন কাছে এসে!

আমি তোমার বুঝতে পারোনি তুমি 

কতশত সন্ধ্যা-তারা আকাশে দিয়েছে উঁকি 

চাঁদের ঘোরে নেশাতুর তুমি জানি

আমি যে তোমার সন্ধ্যাতারা একবারও দেখনি! 

            ***

মোহাম্মদপুর, ঢাকা 

০৪.০৫.২০২৫

 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)- ২ *

     •পার্থসারথি

এক পলক তাকিয়েই তুমি

করেছো আমায় নিঃস্ব

তোমার চোখে যাদু আছে

আছে সোনালী ফসলের দোল,

তুমি তাকিয়েই বসন্ত আনো

রুপালি চাঁদনিও নিশ্চয়

জানি না তোমায় ভেবে কেমন যে লাগে!

চৈত্রে ফুটে বসন্তের ফুল!

           ***

০৫.০৫.২০২৪

মোহাম্মদপুর, ঢাকা

 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)- ৩*

      •পার্থসারথি

তুমি কাছে এসে কানে কানে

বলোনি কোনদিন 

কিংবা কোনদিন ফুল দেখার ছলে

ইশারা করোনি কাছে আসার,

তুমি যেমন ছিলে তেমনই আছো

নাওনি খবর আমি ভেসেছিলাম কোন জলে

তুমি নও আমার আমিও হইনি তোমার!

তুমি কোনদিন জোছনা দেখার ছলে

বলোনি আকাশ ভালোবাসি 

অথচ আমি ছিলাম জোছনায় মাখামাখি,

তুমি এলে খুব কাছে এলে

এবং বললে ভালোবাসি

আমিতো এখন দূর আকাশে একাকী থাকি!

                   ***

১৪.০৫.২০২৪

মোহাম্মদপুর, ঢাকা 

 

 

 

*ভালোবাসার লিরিক ( নারী সংখ্যা)- ৪*

     •পার্থসারথি

আমার হৃদয়ে আকাশের রঙ নেই

জোছনাহীন অপার আকাশ

তারারা সব ঘুমিয়েছে বিষন্ন প্রহরে,

আজও গোধূলি আমার ভীষণ একাকি

মেঘহীন আকাশে তন্দ্রালু দীর্ঘশ্বাস 

তবুও তোমার আশায় বেঁচে আছি এই নিদ্রাহীন বাসরে!

আমার দুঃখগুলো করুন গান হয়ে আসে

তুমিহীনা এই জীবনে 

দুঃখ-বিলাসী গান আমার হৃদস্পন্ধন

দুঃখ বেয়ে বেয়ে আজও জীবন-বোধে টানে!

                     ***

১৫.০৫.২৪

মোহাম্মদপুর, ঢাকা 

 

 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)- ৫*

        •পার্থসারথি

কানাই ওগো কানাই আমার

বসো কদম্ব ডালে,

বাজাও বাঁশি বাজাও বাঁশি 

আমার আসার কালে!

তোমার বাঁশিতে পাগল আমি

পাগল-কাঙ্গালিনী,

তোমার বাঁশি করেছে আমায়

ভীষণ কলঙ্কিনী!

এই কলঙ্ক আমার বুকে 

বিঁধে আছে ঢেউ,

ভাসছি আমি প্রেম জোয়ারে 

বুঝলো না-তো কেউ!

তুমি আমার কালা কৃষ্ণ

তুমি আমার প্রাণ

তুমি সখা আমার দিলে

বসন্ত আনা গান!

        ***

১৯.০৫.২৪

মোহাম্মদপুর, ঢাকা 

 

 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)- ৬ *

     •পার্থসারথি

প্রিয়তম-

তোমার অবহেলায় 

হৃদয় আমার মরুভূমি,

জোছনা ভরা চাঁদনি রাত যেন

অমাবস্যার গহীন আঁধার,

প্রিয়তম-

তোমার অবহেলায় 

গোধূলির ধূলায় হারিয়ে যাওয়া

একাকি পাখি

ভালোবেসেছিলাম হ'লে না আমার!

                   ***

২০.০৫.২৪

মোহাম্মদপুর, ঢাকা 

 

 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)- ৭*

          •পার্থসারথি

আমি পত্রবিহীন সুফলা বৃক্ষ

চৈত্রের খরায় আমি উন্মুখ

ভিজিয়ে দাও হে ধরিত্রী

আমার এই নির্জলা বুক!

আমি পত্রবিহীন সুফলা বৃক্ষ

চৈত্রের খরায় ভীষণ চৌচির

প্রিয়তম, তোমার অপেক্ষায় আছি

আসুক ভ্রমর আর ভ্রমরের সকল মুহূর্ত যা অস্থির!

                      ***

২১.০৫.২৪

মোহাম্মদপুর, ঢাকা 

 

 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)- ৮ *

                •পার্থসারথি

চন্দ্রালোয় নিশীথ পাখি সেজে

অগণিত তারার মেলায় তোমায় খুঁজি প্রিয়তম

তুমি বারবার মেঘে ঢাকা তারা হয়ে

আমার চোখের আলোয় মিশে যাও,

আমি এখন জোছনাভুক রাতজাগা পাখি

জোছনার মোলায়েম আলো আমাকে টানে না

অন্ধকার ভেঙে ভেঙে পথ চলা আমার নেশা 

তবুও হাত বাড়ালাম প্রিয়তম, এই নাও একটু ছুঁয়ে দাও,

তুমি হাত বাড়ালেই 

বৃষ্টি হবে

আমি হবো তোমার 

আমার হবে তুমিও!

তুমি আমি

এই জগতে 

একাকি একা,

তুমি হাত না বাড়ালে

তুমি আমি কেউ কারও হবো না এই জনমে

হবে না আর দেখা!

            ***

২৫.০৫.২৪

মোহাম্মদপুর, ঢাকা 

 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)- ৯ *

         •পার্থসারথি

আমার এই কবিতা 

কবিতার সকল পঙ্ক্তিমালা তোমার নামে,

আমার এই মন এবং জীবন 

জীবনের সকল গান সবকিছু তোমার নামে একটি খামে!

কবিতার প্রাণ মনের ঘ্রাণ জীবনের ঢেউ 

পঙ্ক্তিমালায় লুকিয়ে থাকা সকল বাঁক এবং 

বসন্তের রঙ-ফোটানো সকল বাগান

প্রিয়তম, করছি সমর্পণ তোমার নামে,

তোমাকে কতটুকু ভালোবেসেছিলাম

তা' ঈশ্বর জানে!

জানে আমার মন আমি জানি 

আর জানে অবেলায় রঙ ছড়ানো

আঁকাবাঁকা রঙিন সাতরঙা রঙধনু

যে মেখেছে সকল রঙ সাত রঙে আর কষ্টের ঘামে!

                           ***

২৭.০৫.২৪

মোহাম্মদপুর, ঢাকা 

 

 

*ভালোবাসার লিরিক (নারী সংখ্যা)- ১০*

        •পার্থসারথি

প্রিয়তম,

তুমি জীবনানন্দ হবে?

তুমি আমার কবি হবে?

যদি হও

সাক্ষ্য দিচ্ছি 

আমি বনলতা সেন হবো তবে!

তুমি হবে আমার ধানসিঁড়ি নদী 

সোনালী ফসলে বসন্তের দোল

নদীর বুকে চষে বেড়ানো 

একঝাঁক চকচকে কালো পানকৌড়ি,

তুমি হবে আমার ঝিঁঝিঁ ডাকা রুপালি সন্ধ্যা

কার্তিকের নবান্নে মন পাগল করা জোছনা 

আমি ফিরে পেতে চাই হারানো সব দুঃখ 

দুঃখের নহরে বইবে নদী আর রঙধনু আড়াআড়ি!

প্রিয়তম,

তুমি যদি আমার জীবনে জীবনানন্দ হও

তোমার কপালে রাজতীলক এঁকে দেবো,

তোমার আকাশে জোছনায় জড়াবো দু'জনার মন

লক্ষ তারার বুকে বিছিয়ে দেবো সকল সুখ

তোমার দীর্ঘঃশ্বাসে জড়িয়ে থাকা সকল দুঃখ শুষে নেবো!

                           ***

২১.০৫.২৪

মোহাম্মদপুর, ঢাকা