পোস্টস

কবিতা

ছড়া: আহমেদ সাব্বির

১৩ জুন ২০২৪

আহমেদ সাব্বির

বাকশোভর্তি আম
আহমেদ সাব্বির

 

বাসায় এসেছে বাকশোভর্তি আম 
লেখা নেই তাতে প্রেরকের নামধাম। 
আম গুনে দেখি একশত চার পিস 
ধন্যবাদ হে কুরিয়ার সার্ভিস।

 

বিস্ময় জাগে বাকশো খোলার পর 
ম-ম ঘ্রাণে মাতোয়ারা গোটা ঘর 
আম কে পাঠাল? কোন সে বন্ধুবর! 
রসে ভিজে গেছে ঠিকানার অক্ষর।

 

আহা কী মিষ্টি রসালো আমের স্বাদ 
মহান প্রেরক, অশেষ ধন্যবাদ 
অভূতপূর্ব রসময় সমাদর 
এপাশে ল্যাংড়া ওপাশে হিমসাগর।

 

আম খেতে খেতে পেটটাই ফুলে ঢোল 
এই কে আছিস! হাত ধরে টেনে তোল। 
আম কে পাঠাল, হদিস জানি না তার। 
কৃতজ্ঞতায় নুয়ে পড়ি বারবার।

 

আম খেতে খেতে লুপ্ত হয়েছে জ্ঞান! 
পাশের ফ্ল্যাটের চিৎকারে ভাঙে ধ্যান 
হুমকি-ধমক ফোনালাপে তোলপাড় 
'আমার আম কই? কাকে দিয়েছিস? 
অ্যাই ব্যাটা কুরিয়ার!'

https://www.facebook.com/share/p/YFHa2gJ8gHCAccYG/?mibextid=oFDknk