পোস্টস

চিন্তা

“বিজ্ঞান শিক্ষায় প্রথাগত ধর্ম চর্চা সাংঘর্ষিক” (প্রিমিয়াম)

১৩ জুন ২০২৪

মারুফ হাসান ভূঞা

মূল লেখক মারুফ হাসান ভূঞা

আধুনিক শিক্ষা যাদের দর্শন অনুসারে পরিচালিত হচ্ছে সে সকল মহান দার্শনিক রুশো, পেস্তালৎসি কিংবা রবিন্দ্রনাথে শিক্ষার দর্শন অনুসরণ করলেও আমরা দেখতে পাবো শিক্ষায় প্রথাগত ধর্ম চর্চা কিংবা কেবল ধর্ম চর্চা শিক্ষার জন্য প্রবল ক্ষতিকর। অর্থাৎ শিক্ষা তখনই মৃত হয়ে পড়ে। সৃষ্টি হয় অন্ধকারাচ্ছন্ন সমাজের।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।