পোস্টস

কবিতা

তুমি তো নবীন!

১৩ জুন ২০২৪

Captain L

কোথায় তুমি নবীন? 

কোথায় তুমি?

কেন ধরেছো বিদেশীর বেশ?  

তোমার কলমের কালি হলো নাকি শেষ? 

 

ও বুঝেছি, চিনতে পারোনি আমায়! 

আমি যে পাঠক, 

করেছি কতজনায়, 

তারা সবাই আছে দূর অজানায়.... 

 

বাংলা মায়ের প্রেমে আমি 

পড়েছি জীবনানন্দ দাশ, 

নজরুলের বিদ্রোহী পড়ে…

হয়েছিলাম ইংরেজদের  ত্রাস। 

জহিরের চলচ্চিত্র দেখে

কাঁদিলাম ধুকে ধুকে..... 

কেন তারা গণহত্যা চালালো 

এই বাংলা মায়ের বুকে। 

ভুলেছো তুমি 

হয়তো ভুলে যাবে তোমার প্রজন্মও,,

বাংলা সাহিত্যের এসব কথা, 

বাংলা মা কি করে সহ্য করবে,

এ নিদারুন ব্যথা....... 

 

আজ তুমি কি পেলে ইংরেজদের কাব্যে? 

জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে! 

তাইতো মৌখিক  দেশপ্রেমিকেরা খবর নাহি নয়, 

বিদেশি বাবুরা নবীর হাতে তুলে দেয়! 

 

কোথায় তুমি নবীন? 

কোথায় তুমি তরুণ? 

তুমিই তো আগামীর রাঙা অরুণ.... 

ঘুম থেকে উঠো.... 

নতুন কলম ধর...... 

বড় নজরুল কন্ঠে প্রমাণ কর...... 

আমরা বাঙালিরা বীর.... 

বিশ্বের চির উন্নত আমাদের শির।