শুভ সকাল/ সবার উপরে শান্তি বর্ষিত হোক/আজকাল এই দোয়াটাইকে/ কার জন্য করে?
আল্লাহপাকের স্মরণ ছাড়া কোথাও শান্তি আছে নাকি? সারা দিনে একবার হলেও আল্লাহর স্মরণ করা উচিত/
পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত হলেও তার নামাজ পড়া উচিত/ যে ঘরে নামাজ নাই/ যে মনে নামাজ নাই/ সে মনে কোন শান্তি নাই/ সেই ঘরে কোন রহমত নাই/
আর যে ঘরে কোন রহমত নাই/ সেখানে আল্লাহর অনুগ্রহ কি করে আসবে?
আল্লাহকে নিয়ে যারা তর্ক করে/ আল্লাহকে নিয়ে তর্ক করার কোন যোগ্যতাই মানুষ রাখে না/