আমি একটা নীরব রাস্তা ধরে হেটে চলেছি। রাস্তার দুপাশে নীল ফুলের গাছ সারি করা। আবছা কুয়াশা জমে আছে রাস্তার এপাশে, ওপাশে। এই রাস্তার শেষ হয়েছে সামনের পাহাড়ের ভেতরে নিচু একটা উপত্যকাতে, বেশ পুরোনো একটা কবরস্থানের কাছে।
পৃথিবী একটা অদ্ভুত জায়গা তাইনা? আমরা এখানে ঠিক কোথা থেকে যেন আসি! যন্ত্রের মতো কিছু সময় বেচে থাকি! তারপর আবার কোথায় যেন মিলিয়ে যাই! আজব এই জায়গা! নানারকম মিথ্যার ফাঁদ পেতে বসে আছে।এত এত মিথ্যার ভিড়ে সত্যটাই মাঝে মাঝে নিছক মায়া বলে ভ্রম হয়। কত সহজ কথা এতসব মিথ্যার মারপেঁচে কত জটিল মনে হতে থাকে।
194
View