সেন্টমার্টিন
লবেরু
যেখানে অন্ধও ফিরে পায় আলো,
কোন এক ভোরে ফিরে যাব সেখানেই।
ফিরে যাব সেখানেই, যেখানে
জোয়ার ভাটার খেলায় খেলে নিব অদেখা আগামী।
থাক তোমরা তোমাদের অর্থসমাজরাজনীতি নিয়ে,
থাক তোমরা তোমাদের পোক্ত ইটের কীটে।
সেন্টমার্টিন
লবেরু
যেখানে অন্ধও ফিরে পায় আলো,
কোন এক ভোরে ফিরে যাব সেখানেই।
ফিরে যাব সেখানেই, যেখানে
জোয়ার ভাটার খেলায় খেলে নিব অদেখা আগামী।
থাক তোমরা তোমাদের অর্থসমাজরাজনীতি নিয়ে,
থাক তোমরা তোমাদের পোক্ত ইটের কীটে।