১২ই জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে আহবান জানাই।
মাদ্রাসার শিশুদের দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করানো বন্ধ করুন, বলৎকার বন্ধ করুন, শিশুদের দিয়ে কলকারখানায় কাজ করানো থেকে বিরত থাকুন।
শিশুরা মসজিদে গেলে তাদের ধমক দিয়ে কোণঠাসা না করে বরং ভালোবেসে বুকে জায়গা দেন। মমতা তৈরি করেন।
আপনার সন্তানকে দু'টা পয়সার লোভে তার অনিশ্চিত ভয়ংকর ভবিষ্যতের দিকে ঠেলে দিবেন না। আপনার যদি লালন পালন করার সামর্থ না থাকে তাহলে ওখানেই সন্তান জন্মদানে আটকে যান।
বিয়ের আগে নিজের অবস্থান সম্পর্কে অবগত হোন। আপনি কয়টা সন্তানের ভরণপোষণ করতে পারবেন, ততটা সন্তানই আপনি পয়দা করুন।
আপনার ভুল সিদ্ধান্ত আপনার সন্তান আপনার শিশুর জীবন হুমকির মধ্যে ঠেলে দেয়। ভেবে চিন্তে কাজ করুন, যৌবনের তাড়নায় হুর হুর করে বাচ্চা পয়দা থেকে বিরত থাকুন। সামর্থ্য অনুযায়ী বাচ্চা পয়দা করুন।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে প্রতিটা শিশুর সুন্দর জীবন কামনা করি।