Posts

কবিতা

শেষ দেখা (Premium)

June 13, 2024

সুমী নূর

Original Author সুমী নূর

Translated by মূল লেখক

0
sold
শেষ দেখা হওয়ার দিন
আমরা আর আগের মতন
এক কাপ কফি দুজনে ভাগ করে খাইনি-
চোখের দিকে তাকিয়ে থেকে অনেকক্ষণ কথা বলিনি-
রোদ চশমার আড়ালে আমার চোখে জল ছিলো
তুমিও সেদিন আর দেখোনি-

শেষ দেখা হওয়ার দিন
প্রচুর মেঘ করে বৃষ্টি হলো
অথচ
আমাদের ভেজাতে পারেনি !
বৃষ্টি হলো অথচ আমরা হাসতে পারিনি!
ভালোবাসতে পারিনি !

জানতাম
তোমার বরাবরের মতই পকেট ফাঁকা
ভাড়াটা আর সেদিন দেয়া হয়নি
তুমি বলেছিলে
সারা রাত লিখতে লিখতে তোমার মাথা ব্যাথা
- আমার আর খোঁজ নেয়া হয়ে ওঠেনি!

শেষ দেখা হওয়ার দিন
বাড়ি ফিরে আর বলা হয়নি-ঠিক ঠাক ফিরেছি
অথবা তুমিও বলোনি -এখনো মন খারাপ করে আছো?

মেসেজ বক্সের দিকে আজও চেয়ে আছি
হয়তো জিগেস করবে-তুমি কি আমায় সত্যি ভুলতে পেরেছো?

(একজন মানুষের প্রেমিক হিসেবে- মৃত্যুর দিন)

This is a premium post.

Comments

    Please login to post comment. Login