যারা হাসিখুশি ছবি দিয়ে
বলছিল – ‘বেশ ভালো আছি’
আদপে তারা যে ভালো নেই,
সময় খেলছে কানামাছি।
চন্দনে আছে সুগন্ধ
ঘটা করে সে তা জানায় কি!
নদী যে ভরাট তার আভাস
পাবো না কানায় কানায় কি?
অধুনা চেকনচাকন ত্বক।
ভিতরে থাকুক পোকার ঘর
লাল টকটকে ঠোঁট দুটো
ঢেকে রাখে সব ক্ষিপ্ত স্বর।
কিছু নেই আর রাখঢাকের
খুলে দেখানোর বাহাদুরি
‘দেখো সুখে আছি’ বলে তবু
নিজেই নিজেকে মারো ছুরি।
দেখনদারিতে মজেছি সব
আসলে কলসি শূন্য হাঁ –
আবার নতুন পন্থা চাই
এই পথে আর হাঁটব না।
জীবন একটা বাজনা গাছ
অগণন কাঁটা তার দেহে
জড়িয়ে ধরলে ব্যথা বাজে
তবুও জড়াবো বড় স্নেহে।