একাকিত্ব
……লবেরু
যারা একা আছে, একা থাকে
তারাই শুধু বোঝে একাকিত্বের বিষাদ ধারা
অসংখ্য লোকের ভিড়েও
থাকেনা কেউ কথা বলার, শোনার, একটু আলতু শব্দ করার
আপন আপন করি যে আপন তো আর কেহ নয়
পৃথিবীটা অর্থহীন হয়ে যায়
বেঁচে থাকার স্বাদ মিটে যায়
এত এত দিনের জীবন, আশা, প্রেম, ভালভাসা,
ভাল লাগা-
সব যেন একবাক্যে তুচ্ছ মনে হয়
থেকেও কেউ যখন থাকে না
দূর থেকে দূরে থাকে
অর্থগুলো অভিশাপ দেয়
বাড়ির চৌকাঠ ব্যঙ্গ করে
তখন শরীরের অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে থাকে
লাল রঙা বিছানার উপর
যারা একা আছে, একা থাকে
তারাই বুঝে একাকিত্বের বিষাদ ধারা