পোস্টস

কবিতা

সত্যের বাঁশি

১৪ জুন ২০২৪

বিপিন সিংহ বিশ্বাস

নিরবতা নির্যাস
ধ্যানে বারে উচ্ছ্বাস
আমার আছে অভিলাষ
খুঁজি আমি সত্যের আভাস।

মায়ার ঘোরে
মন ঘুরে
ঠিকানা খুঁজে পায় না
স্থির না হলে কেউ
নিজেকে চিনে না।

চিত্তবৃত্তি নিরোধ হলে
সত্যের বাঁশি
নিজেই বাজে
দুঃখ বেদনার পথ রুদ্ধ হলে
আত্মজ্ঞানের জোসনা আসে।

প্রেমানন্দ কয়জনে বুঝে?
কর্ম জ্ঞান ভক্তি বুঝলে
মুক্তির লাটাই নিজ হাতে রচে।

মায়ার আঁধার কেটে গেলে
দৃশ্য অদৃশ্য এক রুপে চলে।
জ্ঞানের নাড়ী মজবুত হলে
বিন্দু বিন্দু সময় জমে 
আসল রূপের বীজ বুনে
সেই রূপকে দেখতে হলে
আজ্ঞাচক্রে বসত গড়ে।