Posts

গল্প

রানির আশ্চর্য গাছ

June 14, 2024

Joy Sarker

75
View

রানি মাঝেমধ্যেই টিভি বন্ধ করে দিতেন, পুরনো আলমারির দিকে তাকাতেন। সেই আলমারিতে রাজার জিনিসপত্র। রাজা ছিলেন রানির কথামাত্র পালনকারী একটা গাছ। ঝড়ঝাপ্টা এলে রানিকে আগলে ধরত, গরমে ছায়া দিত, ফলে ফলে রানির আঙ্গিনা ভরে থাকত। একদিন ঝড়ে রাজা গাছটি ভেঙে পড়ে। কাঠমিস্ত্রি এসে কাঠের আসবাবপত্র বানিয়ে দিলেন।

এক রাতে ঝড় আবার এলো। রানি টিভি বন্ধ করে আলমারির দিকে তাকালেন। হঠাৎ, আলমারির কাঠের ফ্রেম কাঁপতে শুরু করলো। রানি ভয় পেয়ে গেলেন। কিন্তু পরক্ষণেই দেখলেন, আলমারির দরজা একটু খোলা আছে, আর ভেতর থেকে একটা ছোট্ট, সবুজ ডাল বের হয়ে আসছে। রানি চমকে উঠলেন। সেই ডালটা বাড়তে লাগলো, পাতা খুললো। রাতের আঁধারেও তার রঙ ঝলমল করে উঠলো। ছোট্ট গাছটি রানির দিকে মাথা নোয়ালো, যেন বলছে, ‘ভয় করবেন না, রানিমা। আমি এসেছি।

Comments

    Please login to post comment. Login