পশু খুনি
হেসেই বাঁচিনা তাহাদের তরে-
যারা দেয় কোরবানি
পশু ছোট হলে লোকে কিনা বলে
হয় নাকি মানহানি।।
আমিতো দেখেছি কত পশু হাটে
পশুরা পশুরে কেনে
হেসেই বাঁচিনা যখন দেখি
পশু নেয় পশু টেনে।।
এমন পশুরে অনেক দেখেছি
সুদ-ঘুষ খায় বেশ
দাড়ি-টুপি পড়ে মসজিদে যায়
টিপটপ দরবেশ।।
ঘুষের অর্থে কোরবানি কিনে
এমন পশুরা সবে
ঈদের জামাতে খোৎবা শোনে
সবিনয়ে নীরবে।।
আতর,দাড়ি,টুপি ও তসবি
বাহারি জায়নামাজ-
হাসরের মাঠে জানিনা এগুলোর
আছে কতটুকু কাজ।।
শোন্ রে ভন্ড,কপট ভক্ত
তোদের কারসাজিতে-
লক্ষ মুমিন দরিদ্র আজ
যায়না কোরবানিতে।।
পশুর গলায় ছুরি চালিয়ে
জানাও কোরবানি-
কার ধন এনে পশু খুন করো?
তুমি শুধু পশু খুনি!
-তারেক মাহমুদ
This is a premium post.