ধোঁয়াটে।।।
~
গন্ধহীন,জনহীন মহানগরে
আমিও পাইনি আমায়
আমি তো খুঁজেছিলাম স্পষ্ট চাঁদ,
নির্মল দ্যুতিতে প্লাবিত হতে হতে
পথহীন বেপরোয়া নিশাকরের পথে।
আচ্ছন্ন। আচ্ছাদনে যা আমায় নেয় কুহেলিকায়
কংক্রিট, অট্টালিকার অকরুণ কল্লোলে
আমিও রোজ স্বপ্ন হারাই,বাজাই অবলীলায়
নিজেকে হারানোর বিষাদ সংগীত;
যেথায়, আদিমত্ব হারিয়ে পৃথিবীও প্রীত।
সমুদ্ররাশি কী প্রখর অভিমানী,
চন্দ-সূর্য অবহিত সে কথ্যে
অচতুর আমি স্বীয় আত্মার ধ্বনিকে,
কি মৃদু অবজ্ঞায় প্রেরিত করি আলোকবর্ষ দূরত্বে-
অতঃপর আমি লুণ্ঠিত, প্রেমলাভ আর মহত্ত্বে।