পোস্টস

কবিতা

নেই কোনো দর্শক

১৪ জুন ২০২৪

তানভীর হক

দর্শনার্থী আবার এসেছিল
দেয়ালে পেরেক ঠুকার স্বর
জানালায় বেহায়া ছায়া
আয়নায় গভীর অবয়ব 
তারপর দরজা ধাক্কিয়ে চলে গেল শ্বাপদ
আখড়ার মাঝখানে তোমাকে একা ফেলে

অরণ্য জলে দূষণের নিনাদ
কালিমাখা অবয়বে নেই কয়লার দ্যুতি
শ্বাপদ তোমাকে দেখে হাসে
তোমার ক্ষত চেটে খায়
নেই কোনো দর্শক বিচারক ছাড়া

তোমার ভগ্ন হৃদয়ের জয় হোক!