Posts

কবিতা

নেই কোনো দর্শক

June 14, 2024

তানভীর হক

179
View

দর্শনার্থী আবার এসেছিল
দেয়ালে পেরেক ঠুকার স্বর
জানালায় বেহায়া ছায়া
আয়নায় গভীর অবয়ব 
তারপর দরজা ধাক্কিয়ে চলে গেল শ্বাপদ
আখড়ার মাঝখানে তোমাকে একা ফেলে

অরণ্য জলে দূষণের নিনাদ
কালিমাখা অবয়বে নেই কয়লার দ্যুতি
শ্বাপদ তোমাকে দেখে হাসে
তোমার ক্ষত চেটে খায়
নেই কোনো দর্শক বিচারক ছাড়া

তোমার ভগ্ন হৃদয়ের জয় হোক!

Comments

    Please login to post comment. Login