আকাশে ছড়ায় ছিটায় থাকা তারার মত
হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত
(খালি চোখে ক্ষুদ্র, আসলে বিশাল)
বুকের ভেতর নিয়া যায় দিনকাল।
হাঁটি-চলি-ঘুরি নাইলে উড়ি,
যেন লাটাই থেইকা আলাদা হওয়া ঘুড়ি,
এদিক সেদিক যাই, গোত্তা খাই,
দিক-বিদিক না পায়া মুখ থুবড়ায়া পড়ি।
হৈ-চৈ কইরা আগায় আসে আবার মানুষ,
তুইলা নেয়, জোড়াতালিতে ফেরায় হুশ,
আদরে বাঁধে, যত্ন আত্তি করে,
নতুন সুতা-মাঞ্জা-লাটাইয়ের জোরে
শূন্যে উড়ায়, উড়ি,
তারপর আবার লাটাই হারায় যায়,
আমি ঘুড়ি, ঘুরি।
82
View