Posts

কবিতা

ঘুড়ি

June 14, 2024

Afnan Sarker

183
View

আকাশে ছড়ায় ছিটায় থাকা তারার মত
হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত
(খালি চোখে ক্ষুদ্র, আসলে বিশাল)
বুকের ভেতর নিয়া যায় দিনকাল।
হাঁটি-চলি-ঘুরি নাইলে উড়ি,
যেন লাটাই থেইকা আলাদা হওয়া ঘুড়ি,
এদিক সেদিক যাই, গোত্তা খাই,
দিক-বিদিক না পায়া মুখ থুবড়ায়া পড়ি।

হৈ-চৈ কইরা আগায় আসে আবার মানুষ,
তুইলা নেয়, জোড়াতালিতে ফেরায় হুশ,
আদরে বাঁধে, যত্ন আত্তি করে,
নতুন সুতা-মাঞ্জা-লাটাইয়ের জোরে
শূন্যে উড়ায়, উড়ি,
তারপর আবার লাটাই হারায় যায়,
আমি ঘুড়ি, ঘুরি।

Comments

    Please login to post comment. Login