Posts

ফিকশন

সবার প্রিয় কাঠগোলাপ

June 14, 2024

জোবাইদুল ইসলাম

কাঠগোলাপ। অনন্য সুন্দর একটি ফুল। এই ফুলের রূপ এতোটাই মোহনীয় যে কেউ যদি কাঠগোলাপ দেখে না ছুঁয়ে পারবে না। ধবধবে সাদা রঙের পাপড়িগুলোর মাঝে গাঢ় হলুদ রঙের ছোঁয়া লাগা এই ফুলকে সবাই পছন্দ করে। কেউ কেউ মনে করে কাঠগোলাপের মতো এত সুন্দর ফুল আর পৃথিবীতে হয় না। এক পলক দেখাতেই এই ফুলের প্রেমে পড়ে যাবে যে কেউ। কাঠগোলাপের পাপড়িগুলো কতই না মনোরম। বৃষ্টিভেজা কাঠগোলাপ দেখতে সে কী অনিন্দ্য সুন্দর! বলে শেষ করা যাবে না। সাদা, গোলাপী, হলুুদ কত রঙের, কত জাতের কাঠগোলাপই না আছে। তবে কাঠগোলাপ যে জাতেরই হোক না কেন, মানুষের মন কাড়বেই।

কাঠগোলাপের নামটি কেমন যেন অদ্ভুত। তেমনি কাঠগোলাপও অদ্ভুত রকমের সুন্দর। এ যাবতকালে মানুষ যত ফুলকে নিয়ে মেতেছে তার মধ্যে কাঠগোলাপ সবার শীর্ষে। খোপায় কাঠগোলাপ গুঁজে ছবি তুলতে অনেকেই পছন্দ করে। আবার কেউ কেউ সূর্যাস্তের সময় হাতে কাঠগোলাপ রেখে ছবি তুলতে পছন্দ করে। যেভাবেই ছবি তোলা হোক না কেন, কাঠগোলাপের রূপ-সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই। কাঠগোলাপ গাছের ডালে ডালে যখন থোকা থোকা ফুল ফুটে থাকে, সেই থোকা থোকা ফুলগুলো দেখতে কতই না সুন্দর লাগে! কাঠগোলাপের মোহনীয় রূপে মুগ্ধ হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিশেষকরে, এখনকার মেয়েরা কাঠগোলাপকে অনেক বেশি পছন্দ করে।

কাঠগোলাপকে যদিও কখনো ছুঁয়ে দেখার সুযোগ হয়নি তবুও দূর থেকে কাঠগোলাপের রূপ দেখে এতই মুগ্ধ হয়েছি যে, কাঠগোলাপকে নিয়ে লিখতে বসে গেলাম। কাঠগোলাপ প্রেমিদের কাঠগোলাপ গ্রাফি দেখে দেখে কাঠগোলাপের প্রতি মোহনীয় টানটা বেড়েই চলেছে। যাক, কথা আর না বাড়াই। সবাইকে কাঠগোলাপের শুভেচ্ছা।
 

Comments

    Please login to post comment. Login