Posts

কবিতা

তোমারে না পাইলে বড় ভালোই হইতো

June 14, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

Original Author সাকু মিঞা - Mohammad Sakib

তুমি আমার না হওয়াতে খুব ভালো হয়েছে। যদি তুমি আমার হয়েই যেতে তাহলে হয়তো না পেয়েও পাওয়ার এই তীব্র আনন্দটুকু পেতাম না। এই অজানা সুখ অনুভব করতে পারতাম না।

তুমি যদি আমার হয়েই যেতে তাহলে আর বিভিন্ন মন খারাপে তোমাকে ভেবে আনন্দ খুজতাম না। যদি তুমি সত্যিই আমার হয়ে যেতে তাহলে নদীর পারে বসে বসে তোমার কথা ভাবতে পারতাম না। যদি তুমি সত্যিই আমার হয়ে যেতে তাহলে রোজ ভোরে তোমায় ভেবে ভেবে ভোরের পাখির মতো পায়চারী করতে পারতাম না।

যদি তুমি আমার হয়ে যেতে তাহলে বিষন্নতায় রাত কাটাতে পারতাম না। এক কাপ চায়ে আমার পাশে তোমার শুন্যতা অনুভব করতে পারতাম না। যদি তুমি আমার হয়েই যেতে এই দীর্ঘশ্বাস ফেলে বিষন্ন বিকেল পার করার সুযোগ পেতাম না। সত্যিই তুমি আমার না হওয়াতে খুব ভালোই হয়েছে।

Comments

    Please login to post comment. Login