পোস্টস

কবিতা

বৃষ্টির হলো দেরি

১৪ জুন ২০২৪

মিলু আমান

একটা সময় ছিল
বৃষ্টি দেখে ব্যাকুল হতাম
একটা সময় ছিল
বৃষ্টি এলেই ভিজতাম

 

বৃষ্টি এখন আর উদাস করে না
ছাদে উঠে আকাশটাও দেখি না
আগের মতো চাঁদের খবরও রাখি না
তারারা মিটিমিটি করে জ্বলে কি না
মনে পড়ে না

 

টিনের চালের বৃষ্টির রিনিঝিনি
এখন আর তেমন শোনা হয় না
শহুরে কনক্রিটের আড়ালে
দখিনা বাতাস এখন শুধুই মিথ
ইমারতের পদধুলায় ধূলিসাৎ সবুজ মাঠ
ভিজে অট্টালিকা সব কদাকার দাঁড়িয়ে

 

বোকাবাক্স হাতে নিয়ে
রুদ্ধশ্বাসে কাটছে জীবন
ঝড়বৃষ্টি চলে সব মগজে
উত্তাল স্রোত চলে বিপরীতে
নির্বোধেরা চলে সারি বেঁধে

 

প্রবঞ্চনা থেকে বৃষ্টিও ছাড় পায়নি
যান্ত্রিক গোলযোগে সবই যেন ভিজে চুপচুপে
প্রতিটি ফোটায় শুনি হাহাকার
প্রতি মুহূর্তে হারিয়ে হই একাকার
শহর জুড়ে পুড়ছে কিছু সবসময়

 

বৃষ্টির কলতান এখন আর মন ছুঁয়ে যায় না
শুনেছি আকাশটাও নাকি ড্রোনের কবলে
চাঁদের কলঙ্ক এখন পাহাড় সমান
আমার তারাটাও খসে পড়েছে সেই কবে

 

আর কত কাল রব দিশেহারা
দামামা বাজিয়ে আসুক প্রলয়ঙ্করী ঝড়
লণ্ডভণ্ড হোক সৃষ্টির সব অনিয়ম
শৃঙ্খল মুক্ত হোক ধ্রুবতারা