Posts

কবিতা

বৃষ্টির হলো দেরি

June 14, 2024

Milu Aman

একটা সময় ছিল
বৃষ্টি দেখে ব্যাকুল হতাম
একটা সময় ছিল
বৃষ্টি এলেই ভিজতাম

বৃষ্টি এখন আর উদাস করে না
ছাদে উঠে আকাশটাও দেখি না
আগের মতো চাঁদের খবরও রাখি না
তারারা মিটিমিটি করে জ্বলে কি না
মনে পড়ে না

টিনের চালের বৃষ্টির রিনিঝিনি
এখন আর তেমন শোনা হয় না
শহুরে কনক্রিটের আড়ালে
দখিনা বাতাস এখন শুধুই মিথ
ইমারতের পদধুলায় ধূলিসাৎ সবুজ মাঠ
ভিজে অট্টালিকা সব কদাকার দাঁড়িয়ে

বোকাবাক্স হাতে নিয়ে
রুদ্ধশ্বাসে কাটছে জীবন
ঝড়বৃষ্টি চলে সব মগজে
উত্তাল স্রোত চলে বিপরীতে
নির্বোধেরা চলে সারি বেঁধে

প্রবঞ্চনা থেকে বৃষ্টিও ছাড় পায়নি
যান্ত্রিক গোলযোগে সবই যেন ভিজে চুপচুপে
প্রতিটি ফোটায় শুনি হাহাকার
প্রতি মুহূর্তে হারিয়ে হই একাকার
শহর জুড়ে পুড়ছে কিছু সবসময়

বৃষ্টির কলতান এখন আর মন ছুঁয়ে যায় না
শুনেছি আকাশটাও নাকি ড্রোনের কবলে
চাঁদের কলঙ্ক এখন পাহাড় সমান
আমার তারাটাও খসে পড়েছে সেই কবে

আর কত কাল রব দিশেহারা
দামামা বাজিয়ে আসুক প্রলয়ঙ্করী ঝড়
লণ্ডভণ্ড হোক সৃষ্টির সব অনিয়ম
শৃঙ্খল মুক্ত হোক ধ্রুবতারা

youtube.com/watch?v=XuMh-HggLI8

Comments

    Please login to post comment. Login