পোস্টস

কবিতা

পাপ।

১৪ জুন ২০২৪

জাকারিয়া সিজিয়াম

যে রক্ত ললাটে- তা জমাট পুঁজ ঘৃণা ভরা পাপ
আমি বিষাদ-সিন্ধু, খাতুনে জান্নাতের কহরের অভিশাপ।
ঘৃন্য নই, পশু নই; আমি ঘৃন্যতর স্বপশুর (পশু নয়) কংকালসার 
পালাতেই হবে হে প্রেয়সী, পালাও; সময় খুবই সংক্ষেপাকার।
ভুল জেনেছিলে- প্রেম নয় শরীরের গড়নে লোভ-কামের কংক্রিট
এ নিউরনে দিন-রাত চাষাবাদ করেছি প্যাথোজেনিক কীট।
মন যেটা- কয়েক শতকের মন্থনে ইয়োবের শরীরের পঁচন
কংক্রিটের প্রাচীল ভেদে আসেনা গন্ধ, রহিমার মীনতির মতন।
আমায় তাহ্য করো পৃথিবী, স্বর্গচূত অ্যাডামের দিকভ্রান্ত পদক্ষেপ
যেমন পৃথিবীর ধুলোপথ; তেমন করো নিঃসহায় আর সংক্ষেপ।

এই পঁচা-গলা দুর্গন্ধ হৃৎপিন্ডে বেঁধে দাও মোহর; যেন শ্বাসে
বায়ু কণা না বিষায়, যেন করুণ অন্ধ আলোয় চোখ বুজে আসে।
হাতে-পায়ে শরীরে-মনে মেডুসার কাম যেন এথেনার ক্রোধ
অভিশাপের মত বিবশ-বিরক্তা হয়ে জন্মায় ফিনিক্স বোধ।
আপদ-মস্তিষ্কে মন-মননে ধ্বংস হয়ে আমি বাঁচাতে চাই,
বাঁচাতে চাই প্রেয়সী-জায়া-জননী; পালাতে নয় বাঁচাতে চাই।

২০.০৫.২০২৪
আশকোনা