Posts

কবিতা

বাংলাদেশ ক্রিকেট!

June 15, 2024

মোহাম্মাদ শাহা আলম

বাংলাদেশ ক্রিকেট!

মোহাম্মাদ শাহা আলম


বাংলাদেশের মাঠে বল ঘুরে বেড়ায়,

ব্যাটের আঘাতে ছুটে চলে সীমানা পাড়ায়।

বীরের দেশের ক্রিকেটের যুদ্ধে,

প্রতিপক্ষের হৃদয়ে বাজে ভয়ের সুরে।

বোলারের হাতে বল যেন আগুনের গোলা,

ব্যাটসম্যানের ব্যাট যেন বিজয়ের ঢোলা।

স্টেডিয়াম জুড়ে উল্লাসের ঢেউ,

বাংলাদেশ ক্রিকেট, তুমি আমার মেঘলা আকাশের নীল।

বিশ্বের মাঝে তোমার নাম উচ্চারিত হোক,

প্রতিটি জয়ে আনন্দের সীমা না থাক।

বাংলাদেশ ক্রিকেট, তুমি আমার গর্ব,

এবারের  বিশ্বকাপ হোক প্রথম অর্জন।


 

Comments

    Please login to post comment. Login