ও-হে কাদম্বরী।
তোমায় নিয়ে কাব্য লিখি!
তোমায় নিয়েই সব।
তোমাতে আমি রবো মিশি।
তা-হি লিখেছেন রব।
তোমা হতে পাচ্ছি ধোকা।
পাচ্ছি অবহেলা।
যদি তুমি চাও খেলতে!
পুতুল পুতুল খেলা।
জীবন মোর বিলায়ে দিবো!
নিশ্চিত অবলীলায়।
ওহে কাদম্বরী।
তুমি মোর সব।
তাইতো সব কাব্যগুচ্ছ;
তোমায় নিয়ে তব।
আহা কি মধুর!
আহা কি সাধের।
তোমার মুখ খানি।
চাহিয়া মোর জুড়ায় পরান।
জুড়ায় চোক্ষু খানি
ও-হে কাদম্বরী।
তুমি-ই নীলাঞ্জনা।
তুমি-ই আলপনা।
তোমায় ঘিরেই কল্পনা।
হৃদয়ে তুমি রেখে দিও
মোর ছন্দ খানি।
ভাবিয়া তুমি গল্প মোর।
মুছিও চোখের পানি।
তবু তুমি ভাবিও আমায়।
ভাবিও একটু খানি।
ঝরিবেনা অশ্রুজল কভু,
ভাবিবেনা মোরে তবু!
ভাববে তুমি আপন মনে!
এইটুকু বড্ড জানি।