পোস্টস

কবিতা

সাকু মিঞার সস্থি

১৫ জুন ২০২৪

সাকু মিঞা - Mohammad Sakib

মূল লেখক সাকু মিঞা

 

সস্থি

সাকু মিঞা 

 

ঊষা ডুবি ডুবি! নামটি তার রবি!
সাধ লাগে খুবি! তাহার মুখচ্ছবি!
ঊষা ডুবি ডুবি! তিক্ত লাগে খুবি!
নয়ন ক্ষুধায় তিক্ত লাগে সবই।

কি করে ভাই মিটবে মোর বিকট নয়নের ক্ষুধা?
তাহার চাঁদ মুখখানি যে আমার নিকট সুধা!
বলো তো ভাই? মন দিয়ে তাই! হলো কি মোর ভুল!?
সাধের দুনিয়ায় যে মোর নেই যে কোনো কুল?

বিলের ধারে পুষ্পদীপে একলা বসে কই!
আমায় একা ফেলে রেখে কোথায় গেলে সই।
পুকুরপাড়ে বসে আমি একলা প্রানে রই।
প্রানে আর সয়না মোর সস্থি পাবো কই?