একটি চিঠি লিখবো বলে
বসে আছি কত কাল
টেবিলের পরে হলুদ খামটায়
লিখছি বেনামি ঠিকানা
সাদা, মসৃণ অফসেট পেপার
লাল নীল কালির কলম
জমা রাখা আছে কবে থেকে
একটি চিঠি লিখবো বলে
শয়নে স্বপনে ঘুমের ঘোরে
অগোছালো শব্দ চারপাশে ঘুরে
অবশেষে তিন শব্দের জোড়াতালিতে
নীল কালির ছড়াছড়ি সাদা পেপারে
মনের মাধুরি মেশানো একলাইনেই শেষ হলো সেই চিঠি
চার ভাজ করা চিঠি আমার
ডুকালাম হলুদ খামে
তখন থেকেই ডাকপোস্ট খুঁজছি
কখনোবা কবুতর
একটি চিঠি পাঠাবো বলে
অনেক দিন ধরে জমানোর কথার
একটি চিঠি পাঠাবো বলে।
166
View