Posts

কবিতা

মুলা বাগানে একদিন (Premium)

June 15, 2024

Shumon Masum

Original Author আমি

0
sold
মুলা বাগানে যাওয়ার পরে/তুমি সেই দর্শন আমাকে শুনিয়ে ছিলে/সেদিন ঠিক সোমবার ছিল/তোমার চোখের তারাটা ছোট ছিল/
পুরো এক ঘন্টা তুমি আমাকে মিথ্যা শুনিয়েছিলে/আশার বাণী সমগ্র/আমি তোমাকে বললাম সত্য বল না একটু/
কত যুগ শুনি না/সবকিছু শুনি না/মুলার বাগানে উড়ে এলে কাগজটা/
রাশির পাতাটা/বলেছিল চাকা ঘুরবে না/আমার কি আর গাড়ি আছে/ ছিল ঠেলা/
সংসার শিখতে শিখতে দেখতে দেখতে ঠেলাগাড়ি ঠেলা দিয়ে সবজি চেনালো/
সেই দিন সত্যিই ঠেলা চলেনি/
মুলা বাগানে একদিন/
১৫ ই জুন ২০২৪

This is a premium post.

Comments

    Please login to post comment. Login