স্পর্শের ঘ্রাণ
সাইদুর রহমান
পাশ ফিরে শুই,
তবু ওপাশে তোমার শরীরের ঘ্রাণ
আর আলতো চোখের ইশারা।
মেঘশুণ্য রাতে পরিস্কার আকাশ
চোখে তবু ঘুম নেই
মনে হাজার যুগের মাদকতা।
বিমুর্ষ রাত বাড়ে,
তারারা কাপাকাপি করে;
স্বপ্নের ঘুম ভেঙে যায়।
পাশ ফিরে শুই,
তবু পাই স্পর্শের ঘ্রাণ
আর মনে আদিম উচ্ছ্বাস।