Posts

পোস্ট

সভ্যদের অসভ্যতা!

June 15, 2024

এবিএম রাফি

76
View

আপনি কি জানেন, এই বর্তমান সময়েও ফ্রান্সকে আফ্রিকার ১৪ টি দেশ তাদের জাতীয় আয়ের ৮৫℅ দিয়ে দেয়?

না,ইচ্ছে করে দেয় না। গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে এই দেশগুলোকে 'ঔপনিবেশিক কর' হিসেবে এই টাকা দিয়ে দিতে হয় যার পরিমাণ বার্ষিক প্রায় ৫০০ বিলিয়ন ডলার!

এই দেশগুলোর দরকার হলে নিজেদের দেয়া টাকা থেকে নিজেরাই ঋণ নিতে পারে! তাও সর্বোচ্চ ২০℅..

দরিদ্র এই দেশগুলোর কোনো নেতা যদি এই টাকা দিতে অস্বীকৃতি জানায়, তাহলে সে গুপ্তহত্যার স্বীকার হয়, কমপক্ষে ক্ষমতাচ্যুত হয়ে যায়।

আর মেনে নিলে বিলাসী জীবনযাপন করতে পারে।

কোনো দেশপ্রেমিক, যোগ্য নেতাকে তারা ক্ষমতায় থাকতে দিবে না...

পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ থাকার পরও আফ্রিকা মহাদেশ কেনো এতো দরিদ্র বুঝতে পারলেন?

এই 'সভ্য' দেশটির প্রেসিডেন্ট কিছুদিন আগে আমাদের দেশে ঘুরে গেলেন।

আমাদের জনৈক শিল্পীকে একটি কলম উপহার দিয়ে বলে গেলেন এই কলম দিয়ে যাতে উনি 'প্রকৃতি ও প্রাণের' কথা লিখেন...উনি শুনে যাবেন। শিল্পীও কথা দিলেন...

শিল্পী লিখতে থাকুক, সভ্যরা সেই গান শুনতে থাকুক, আফ্রিকা মরতে থাকুক, আমাদের কি? আমরা ঘুমাতে থাকি...!

Comments

    Please login to post comment. Login