বাঙ্গালীর আর্জেন্টিনা
মোহাম্মাদ শাহা আলম
আর্জেন্টিনার প্রেমে বাঙ্গালীর মন,
দূর দেশের ফুটবলে বাঁধে যে বন্ধন।
মেসির দৌড়, মারাদোনার ছন্দ,
হৃদয় জুড়ে তাদের খেলার স্মৃতি অনন্ত।
আকাশের নীলে সাদা মেঘের ভেলা,
আর্জেন্টিনার পতাকা যেন বাঙ্গালীর মেলা।
প্রেমের আবেগে মিশে যায় দুই জাতির প্রাণ,
ফুটবলের মাঠে উচ্ছ্বাসে ভাসে বাঙ্গালীর গান।
সবুজ মাঠের উপর বলের নাচন,
আর্জেন্টিনার জয়ে বাঙ্গালীর মন প্রসন্ন।
গোলের উল্লাসে মিলে যায় সব বেদনা,
ফুটবলের প্রেমে একাকার সব মানুষের মনা।
আর্জেন্টিনার প্রেমে বাঙ্গালীর এই গান,
সনেট ছন্দে বাঁধা প্রেমের অমিয় ধারা।
দুই দেশের মাঝে বয়ে চলে প্রেমের স্রোত,
ফুটবলের মাঠে মিলে মিশে একাত্ম হয় কোটি কোটি ভাবনা।