ফিরে ফিরে প্রেম
সাইদুর রহমান
আমি যতবার ফিরে আসি—গুছাই
মনের যত কথা,
জড়োসড়ো মুখ নিয়ে চুপ হয়ে যাই
বুঝি—আমি নিয়মে বাধা।
নদীর স্রোতে বয়ে চলে সদা
প্রবহমান পানির কণা,
আমাদেরও গেছে সেদিন
রয়েছে নাদেখা দিন গোনা।
ঘুরে বেড়ানোর সাধ শুধু মেঘেদেরই নেই
মনেরও হয় মাঝেমাঝে,
একবার প্রেমে পড়ে মন
সেই প্রেম খোঁজে প্রতিবারে।
প্রতিবার ভুল করি; ভুলে যাব
বাতাসে উড়াই স্মৃতি,
অগোছালো প্রাণ; দেখো খান খান
এককালে আমাদের ছিল প্রীতি।
তুমি চেনাজানা জলসত্র
তৃষ্ণার্ত মনের ঠাঁই,
অজস্র কুটিল-বন্ধা প্রাণ চারিদিক
বহমান প্রেম ঘোরে—গন্তব্য ছাড়াই।
ধীরে ধীরে প্রেম—যায় বেলা
অস্তমিত সূর্য—তামাশাপূর্ণ গোধূলি বেলায় রঙিন আভা,
সবকিছুরই স্রোত থাকে—থাকে যৌবন বেলা
আমাদেরও ছিল, উদগিরিত প্রেম লাভা।