Posts

কবিতা

জাপিত জীবন

June 15, 2024

জাকারিয়া সিজিয়াম

90
View

হায়!
সময়ের কাঁটা কেঁচিতে কেটে পথে রয়ে গেছি পরে,
বেলা গেছে কেটে কত দূর হল ফিরিনাই তবু ঘরে।
গপ্পের জেরে ভুলো মনে থাকি পথে হয়ে গেল দেরি,
পথে পড়ে থাকা নেড়িরাও হাসে এইতোর বাহাদুরি।
বাকি পথহারা খড়কুটা যারা পায় বিচারের ভার,
নিক্তিতে মেপে দাম হয়ে যান ব্যাস-আঁকা-কারিগর।

কিন্তু,
পথভোলা আমি ঘর চিনি তাই পথ নিয়ে নাই সংশয়
যতই কাটুক সময়ের কাঁটা দিক খুঁজে নেবো নিশ্চয়।
শুওর সহবাসের ফতোয়ায় সেই কবে দিছি সমন-জারি
আমার মূল্য আমি বেঁধে দেই কিনুক না যে কারিগর-ই
দ্বিধায় বেচেছি লজ্জার দাম পয়সা পাইনি পুরোটা,
বাকি থাকে সব, বাকি থাকে সব- লিখে রাখি সূত্রটা।

Comments

    Please login to post comment. Login