কোথা থেকে উড়ে আসে একগুচ্ছ প্রজাপতি!
শরীর জুড়ে ছড়িয়ে দেয় প্রেমের কারুকাজ।
কথাঅমৃত শ্লোক ডেকে যায় ঘুমের দিকে।
কি ভাবছো মাঝরাত্রির ঘোর?
স্মৃতির দিকে পাশ ফিরলেই
ছুটে আসে দুরন্ত শৈশব।
মগ্নতায় পাঠ করি শীতের সকাল।
কুয়াশায় হেঁটে যাচ্ছে স্কুলবালিকা,
তাঁর পথ আটকে দাড়িয়েছে লাজুক বালক।
হাতে তাঁর প্রেমপত্র।
বালিকা কাঁপছে-- শীতে না প্রেমে!
যদিও উপেক্ষা স্পষ্ট, তবু চিঠি
লুকিয়ে নিয়েছে বইয়ের ভাঁজে।
রাতে পড়ার টেবিলে লুকিয়ে পড়বে!
বালক জানবে চিঠি ভাসিয়ে দিয়েছে জলে।
আর বছর শেষে বালিকা
গোপন বাক্স খুলে দেখছে কতটা জমেছে প্রেম।
প্রেমে গোপনে চুমু খেলে শব্দরা প্রজাপতি হয়.....!