পোস্টস

বাংলা সাহিত্য

খোয়াব

১৭ এপ্রিল ২০২৪

মিলটন রহমান

মূল লেখক মিলটন রহমান

খোয়াব
মিলটন রহমান 

একবার তুমি জানতে চেয়েছিলে
চেনা মানুষগুলোর সাথে দেখা হয় না কেনো?
তারা কোথায় চলে গেছে, কোন পরগনায়?

কিছু কিছু মানুষের পাখি জীবন হয় 
সেই জীবনে কেউ কেউ 
                       উড়তে 
                                উড়তে 
শত সহস্র মাইল দূরে শূন্যে আর পথ খুঁজে না পেয়ে
পাখা পুড়ে তপ্ত বাতাসের সাথে 
                                         গলতে
                                                  গলতে
মেঘ গহ্বরে আশ্চর্য  সমাধি হয়ে ফোটে

একবার তুমি জানতে চেয়েছিলে 
দূরের ওই মেঘগুলো এতো নিকষ কালো কেনো?
ওটাই তোমার চেনা মানুষগুলোকে না দেখার কারণ!
 যারা তোমার মতো নিজেকে বোধহীন না ভেবে
একদিন দূর্দান্ত খোয়াবে ছুটতে শুরু করেছিলো
তারাই মেঘ হয়ে অশ্ব বেগে
                                         ছুটতে
                                                 ছুটতে
ভুলে গেছে ঠিকানা। 

এখন তোমার মতো আমারও জানতে ইচ্ছে করে 
আমি কেনো মেঘ হয়ে গেলাম? 
কখন আমি হয়ে উঠেছি দূর্দান্ত খোয়াবী?