অবেলায় ফুল ফোটে মনের আঙ্গিনায়!
অবেলায় নিকোটিনের ধোয়া বারান্দায়!
কোনো এক নিঝুম রাতে! ছিলেম তোমার সাথে!
শরির ছিলো আলাদা তবে! মন ছিলো যে তোমার সাথে!
কি করে ভুলবো আমি সেই রঙ্গিন স্মৃতিগুলি?
যেগুলি খাচ্ছে কুরে ! আর কাটছে রাতগুলি!
হ্যা! ফুল ফুটছে! তোমার মনের আঙ্গিনায়!
হ্যা! প্রান কাদছে! আমার দেহের প্রাঙ্গণায়!
সবে বলতো! প্রেম বড় অদ্ভুত বস্তু!
কারো মনে সূর্য উদিত, কারো মনে অস্ত।