আষাড়ের প্রাতঃকালে!
পিড়ি পিড়ি শব্দ খালে!
বদ্ধ ছিলো দুয়ার খান।
বদ্ধ তথা হৃদয়ের প্রান।
অঞ্চল পেরিয়ে ঘুড়তে যাওয়া
গাত্র জুড়ে হাওয়া খাওয়া!
হাওয়ার তালে বলে প্রান-
আহা এ-যেন অতিতের ঘ্রান।
সন্ধেবেলা বিলের ধারে!
বৈঠকখানা পুকুর পারে!
বিলের ধারের মৃদু হাওয়া!
হলোনা মোর কভু খাওয়া!
প্রভঞ্জনে মাথা দোলে!
শিশুর দিশা মাতৃকোলে!
ডেকো-নাকো প্রভাতকালে।