রাধাকৃষ্ণের বিখ্যাত প্রেমসংগীতে আছে প্রাণ সখীরে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে? আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতা গানে গেয়েছেন— ’বাঁশি বাজায় কে কদম তলায়/ ওগো ললিতে/ শুনে সরে না পা চলিতে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদার শুভ্রতা আর সোনালি রঙ্গে লম্বা সাদার আবরণে ঝুলে থাকে কদম ফুল।