তোমার সাথে আর দেখা না হোক
জীবন ফুরিয়ে যাক
পৃথিবীর ধ্বংস আসুক
তবুও আমাদের দেখা না হোক!
প্রাচ্যের অক্সফোর্ডে সারাবছর ই বসন্ত থাকুক,
তবু আমাদের দেখা না হোক!
মল চত্বরে আকাশচুম্বী মনুমেন্ট হোক
সবাই তা দেখার জন্য ভিড় করুক
তবু তোমার আমার দেখা না হোক!
রাজুর পাদদেশে স্লোগান মিছিলে মিটিং বিদ্রোহে ফেটে পড়ুক
তবু তোমার আমার দেখা না হোক!
হিরোশিমা নাগাসাকির মতো পুরো পৃথিবী বিবর্ণ হয়ে কেবল তুমি আর আমি বেঁচে,
তবুও আমাদের দেখা না হোক!