আজি এই বর্ষায়,
উদাসী কবি বসি জানালার পাশে,
অপলক দৃষ্টি ছুটে চলে-
দূর দূরান্তে।
ছলছল চোখ,
বিষন্ন হৃদয়,
সাদা কাগজে-
শীতল হাতের কলম,
স্থির দাড়িয়ে কয়-
কোনো ভাষা নেই জানা তার।
কি লিখবে আজ সে?
হে অপরূপ বরষা!
তোমার নেই কোনো তুলনা!
ভাবুক হৃদয়,
হয়ে যায় কবি,
গুন গুন সুরে-
আনমনা মনে গেয়ে যায় কেউ গান।
হেয়ালী নুপুর
বাজে ঝুমুর ঝুমুর
হৃদয়ের ক্যানভাসে
মিশিয়ে মাধুরী
রঙতুলিতে একে যায় কেউ না কেউ কোনো ছবি।
হায় বরষা,
তুমি নিজেই তোমার তুলনা।
কত ক্ষোভ,কত বেদনা
শত মান অভিমানে
ভেসে উঠা জীবন্ত স্তৃতিরা।
ভেবে মরি হায়!
কাণ্ণার ও বুঝি এত রূপ থাকে,
থাকে এত গুণ!
এত প্রতিভা?
হায় বরষা,
তোমার কোনো তুলনা হয় না!
তুমি নও শুধু স্তৃতিকাতুরে ডায়েরি
দুঃখের পাহাড়ে ও ধস নামে
বোঝা কমায় বেদনারা।
স্তম্ভিত হৃদয়,
নত হয়ে যায়,
হার মানে তাই-
কবির এই কবিতা।