Posts

নিউজ

ইন্টারন্যাশনাল বুকারের শর্টলিস্টে স্থান পেয়েছে ৩ মহাদেশের ৬টি বই

April 17, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
379
View
ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২৪ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় ৩টি মহাদেশের ৬টি বইকে মনোনীত করা হয়েছে। 

৯ এপ্রিল বুকার প্রাইজের ওয়েবসাইটে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ৬ জন লেখক, অনুবাদক এবং তাদের বইয়ের নাম প্রকাশ করা হয়েছে।  

ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২৪ এর বিচারক প্যানেলের সভাপতি এলেনর ওয়াচটেল এক বিবৃতিতে বলেছেন, উপন্যাসগুলো আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা কখনও যেতে পারি না। এগুলো আমাদেরকে নতুন স্থানের সঙ্গে সংযুক্ত করে। এবারের সংক্ষিপ্ত তালিকায় এমন সব উপন্যাস স্থান পেয়েছে যা আমাদের বিভিন্ন ভৌগলিক স্থানের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। পাশাপাশি ইতিহাস এবং রাজনীতি সম্বন্ধেও ধারণা পাওয়া যাবে। 

এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনার কবি সেলভা আলমাদা, ব্রাজিলিয়ান লেখক ইতামার ভিয়েরা জুনিয়র, জার্মান লেখক জেনি এরপেনবেক, দক্ষিণ কোরিয়ার উপন্যাসিক হোয়াং সোক-ইয়ং, ডাচ লেখক জেন্টে পোস্থুমা এবং সুইডিশ লেখক আইএ গেনবার্গ। 

এই পুরস্কারটি ২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বই এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। এক্ষেত্রে পুরস্কারের ৫০ হাজার পাউন্ড লেখক এবং অনুবাদক উভয়েই ভাগাভাগি করে নেন।  

২১ মে লন্ডনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এবারের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:    

১. নট এ রিভার – লেখক: সেলভা আলমাদা, অনুবাদক:  অ্যানি ম্যাকডারমট।  

২. কায়রোস – লেখক: জেনি এরপেনবেক, অনুবাদক: মাইকেল হফম্যান । 

৩. ক্রুকড প্লো – লেখক: ইতামার ভিয়েরা জুনিয়র, অনুবাদক: জনি লরেঞ্জ।  

৪.  মেটার টু-টেন – লেখক: হোয়াং সোক-ইয়ং, অনুবাদক: সোরা কিম-রাসেল এবং ইয়ংজে জোসেফাইন বে।

৫. হোয়াট আই উড রেদার নট থিংক এবাউট – লেখক: জেন্টে পোস্থুমা, অনুবাদক: সারাহ টিমার হার্ভে।

৬. দ্য ডিটেইলস – লেখক: আইএ গেনবার্গ, অনুবাদক:  কিরা জোসেফসন।

সূত্র: এনপিআর, দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login