তোমাকে ভালোবাসতে বাসতে ভুলে গেছি তুমি কেমন দেখতে!
তোমার চোখ আমার মনে পড়ছেনা,
মনে পড়ছেনা কোনোকিছুই ভালো মত
আমি এক নিঃসঙ্গ আত্মা পাড়ি দিচ্ছি আত্লান্তিক।
একলা একা নক্ষত্রমন্ডিত রাত্রে
আমি নিজেকে খুঁজে পাচ্ছি নিজের সাথে।
আহ্! আবার শুরু করলাম নিজেকে ভালোবাসা
তোমার অর্ধ বিগলিত বহুরূপকে কবর দিলাম হৃদয়ে,
অথচ প্রিয়তমা তোমাকে ভালোবাসি।
~১০ জুন, সোমবার, ২০২৪
This is a premium post.