Posts

নিউজ

আইসিইউতে ধ্রুব এষ

April 18, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল।     

লেলিন চৌধুরী বলেছেন, ‘শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে তার অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল। ফলে তার অবস্থা অবনতির দিকে চলে যাওয়ায় অক্সিজেন সরবরাহ করা হয়। এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।‘     

এদিকে বুধবার (১৭ এপ্রিল) জ্বরের সঙ্গে তীব্র কাশি নিয়ে হাসপাতালে আসেন তিনি। পরিস্থিতি দেখে তাকে এইচডিইউতে ভর্তি করে নেওয়া হিয়েছিল। 

উল্লেখ্য, ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে খ্যাতি লাভ করলেও লেখালেখির জগতেও তার বিচরণ ছিল।  ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি। শিশুসাহিত্যে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। তিনি ২৫ হাজারের বেশি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন। হুমায়ূন আহমেদের অধিকাংশ বইয়ের প্রচ্ছদ তার আঁকা। 

Comments

    Please login to post comment. Login