পোস্টস

সমালোচনা

গ্রন্থালোচনা : মানুষ রতন (প্রিমিয়াম)

১৬ জুন ২০২৪

সানজিদা সিদ্দিকা

মূল লেখক সানজিদা সিদ্দিকা

এই মানব জনমে বার বার জন্ম হয় মানুষের। মাঝারি কিংবা গভীর বোধসম্পন্ন মানুষ জীবন যাপনকালে প্রতিবার যখন সে এক পরিচয় থেকে আরেক পরিচয়ে প্রবেশ করে সাথে সাথে বদলে যায় তার আচার - আচরণ, বোধ- বুদ্ধি, দায়- দায়িত্ব, ভার-ভারিক্কি আর তখনই তার ভেতরে জন্ম নেয় আরেক মানুষ। এতবার জন্মাবার পরেও মানুষ খুঁজে মরে নিজেকে চেনা ও জানার জন্য। সে জানতে চায় আসলে সে কোনজন? কী তার পরিচয়? কী তার উদ্দেশ্য? কোথায় তার গন্তব্য? কীসে তার শান্তি? কীসে তার পূর্ণতা?

এটি একটি প্রিমিয়াম পোস্ট।