পোস্টস

নন ফিকশন

শেষ জিজ্ঞাসা : পর্ব - ৪। দর্শন ও বিজ্ঞানের সমন্বয়ে। (প্রিমিয়াম)

১৬ জুন ২০২৪

রনি আতিক

বিজ্ঞান ও দর্শন অসম্পূর্ণ। ঠিক একইভাবে যেমন অসম্পূর্ণ দুনিয়ার অপরাপর সকল তত্ত্ব, জ্ঞান ও ব্যাখ্যা। তাই বহু রঙ, স্বর ও বৈচিত্র্যের মানব সভ্যতার যেমন দর্শন লাগবে, বিজ্ঞান লাগবে তেমনি অনেকের ক্ষেত্রেই হইত লাগবে কোন একটা ফরমেটের স্পিরিচ্যুয়াল অবলম্বন। এবং এই দর্শন, বিজ্ঞান, স্পিরিচুয়ালিটি কোনটাই স্থীর কিছু নয়; নানা পরিবর্তন ও রূপান্তরের ভিতর দিয়ে যাবে তারা; কারণ এগুলো কেবলই প্রক্রিয়া— হয়ে ওঠার অমসৃণ আঁকাবাঁকা এক একটা যাত্রা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।