পোস্টস

গল্প

চারটি অনুগল্প (প্রিমিয়াম)

১৬ জুন ২০২৪

পার্থসারথি

অথৈ ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করে নেয়। আর সঙ্গে সঙ্গেই ওপার থেকে রিপ্লাই আসে- হাই! কেমন আছেন?
অথৈ বাকরুদ্ধ। মনে মনে এমনটাই আশা করছিল। এক ঝটকায় উত্তর লিখে দিলো- হ্যালো! আমি ভালো আছি। আপনি কেমন আছেন?- লিখেই অথৈ উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে।
ইচ্ছে করেই ঠিক আধ ঘন্টা পর সাগর জবাবে লিখল- ˝আমি ভালো আছি। আপনাকে অশেষ ধন্যবাদ ফ্রেণ্ড লিস্টে আমাকে যুক্ত করার জন্যে। আমি আপনার বন্ধু হয়ে থাকতে চাই।˝- লিখেই সাগর নেট অফ করে দিলো।
মনের অজান্তেই লেখাটায় এক লম্বা চুমু বসিয়ে দিলো। আর মনে মনে উচ্চারণ করল- আমি আজীবনের জন্য বন্ধুত্ব করতে চাই। জবাবে অথৈ ম্যাসেঞ্জারে উত্তর লিখল- ˝আমিও আপনার মতো বন্ধু পেয়ে ধন্য।আমাদের বন্ধুত্ব চলবে আজীবন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ভালো থাকবেন।˝
আবার উত্তর নেই। হঠাৎ চোখে পড়লো সাগর অফলাইনে। মুহূর্তেই অথৈ-এর মনটা বিমর্ষ হয়ে গেল। ...

রাত আনুমানিক সাড়ে বারোটা। অথৈ আবারও লিখল- অফলাইনে কেন?- লিখেই চোখ বন্ধ করে সাগরের উত্তরের অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে আছে অথৈ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।