নয়ন আহাজারি করে বুক ফাটাচ্ছে- বন্ধু আকাশ! আমার আকাশরে, তুই আমাকে রেখে এভাবে চলে গেলি! আমি এখন কাকে বন্ধু ডাকবো?- এই বলে নয়ন আকাশের বুকে ঝাঁপিয়েই পড়লো প্রায়। আর আহাজারিতে বাতাস ভারি করে তুললো। কেউ কেউ নয়নকে টেনে তুলে শান্ত্বনা দিতে লাগলো। বাহ্যিক নয়ন কান্নায় আর আহাজারিতে ক্লান্ত আর ভেতরের নয়ন উৎফুল্ল আর জয়োল্লাসে মাতোয়ারা; মনে মনে নয়নের উচ্চারণহীন উচ্চারণ- শালা! আমার সঙ্গে পাল্লা। এবার দেখ রঙ্গলীলা!
আকাশ সত্যিই নয়নের রঙ্গলীলা দেখে গিয়েছে...